এএফসি চ্যালেঞ্জ লিগ
কিরগিজস্তানের ক্লাব মুরাসের কাছে হারের পর দলের পারফরম্যান্সে তুষ্ট নন আবাহনীর কোচ মারুফুল হক। ম্যাচশেষে এই কোচ সরাসরিই বলে দিলেন, ‘আমি ছেলেদের খেলায় সন্তুষ্ট না। আমাদের পরিকল্পনা ছিল ওদের পরিকল্পনা নষ্ট করে আক্রমণে যাব। আমরা গিয়েছিলামও। কিন্তু মিসগুলোর কারণে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি।’